জেএন ২৪ নিউজ ডেস্ক: আঞ্চলিক সড়কেও টোল আদায় করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার সাংবাদিকদের জানান, মুখ্য সচিব বিষয়টি একনেকে সভায় তোলেন যে, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দেওয়া হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সড়কেও নূন্যতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামের স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। এনজিও অনেক প্রকল্পে কাজ করে। তবে সাইন বোর্ডে দেখা যায় এনজিওর নাম থাকে, অথচ আমাদের থাকে না। তবে এনজিওর পাশাপাশি আমাদের নামও রাখতে হবে। তিনি বলেন, প্রকল্পে ফসলি জমি যতটা পারা যায় এড়িয়ে যেতে হবে।
হাওরে সড়ক নির্মাণ নয়, বরং উড়াল সড়ক নির্মাণ করতে হবে বলে মত দেন প্রধানমন্ত্রী।
ব্রুনাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সবজি নিতে চায়, এ বিষয়েও খোঁজ নিতে বলেন প্রধানমন্ত্রী। ঈদের আগে যেন স্বল্প মূল্যে দ্বিতীয় কিস্তিতে এক কোটি পরিবার খাবার পায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
Leave a Reply