অনলাইন ডেস্ক : সরকারের পদত্যাগের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু জনগণের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন রওশন এরশাদসহ সাবেক ১৪ সংসদ সদস্য। এই দুই নেতার উদ্দেশে তারা বলেছেন, সরকারের পদত্যাগে সরকারের পদত্যাগের দাবি জানানোর আগে নিজে পদত্যাগ করুন।
বুধবার এক যুক্ত বিবৃতিতে তারা একথা বলেন।
বিবৃতিতে সাবেক এমপিরা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার দায় নিয়ে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের যে আলটিমেটাম জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু দিয়েছেন তাদের দাবিকে স্বাগত জানিয়ে বলতে চাই, সরকারকে পদত্যাগের আলটিমেটাম দেওয়ার আগে নিজেরা পদত্যাগ করে জনতার কাতারে আসুন। অযথা চাটুকারিতা করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
বিবৃতিতে তারা জিএম কাদেরের উদ্দেশ্যে বলেন, সরকারের সকল সুযোগসুবিধা ভোগ করে সরকারের পদত্যাগ দাবি করে জনগণকে ভাঁওতা দেবেন না। মানুষ আপনাদের বিশ্বাস করে না। আগে নিজেরা পদত্যাগ করে জনগণকে দেখান যে, আমরা আপনাদের সাথে আছি।
বিবৃতিতে স্বাক্ষর প্রদান করেন সাবেক বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, সাবেক এমপি কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম সারোয়ার মিলন, রুস্তম আলী ফরাজি, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, আব্দুল গাফফার বিশ্বাস, মোক্তার হোসেন, রাহগির আল মাহি শাদ, এমএ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এবং আবুল কাশেম সরকার।
Leave a Reply