জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা সংলগ্ন হাতিরঝিলে ঝিলকুটুম নামক একটি রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার বিকাল পৌনে ছয়টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটা ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ছয়টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে প্রায় ২০ মিনিটের আগুনে পুড়ে ছাই হয়েছে রেস্তোরাঁটি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এরশাদ হোসেন জেএন ২৪ নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply