জেএন ২৪ নিউজ ডেস্ক : আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। কিন্তু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি দলটি।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি। এখানে অনুমতির প্রয়োজন নেই, আমরা সহযোগিতা চেয়েছি। আশা করি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাব।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘সমাবেশে শুধু আমাদের দলের নেতাকর্মীরা থাকবেন। এটা বিএনপির একক সমাবেশ। আমরা প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি।’
এর আগে দুপুর ১টা ৫৮মিনিটে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। যেখানে এ্যানিসহ দলটির কয়েকজন নেতা ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ জুলাই বিএনপির সমাবেশের দিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে চায় বিএনপি।
Leave a Reply