জেএন ২৪ নিউজ ডেস্ক: হরতাল-অবরোধের নামে যারা জ্বালাও-পোড়াও করছেন, তাদের প্রতি মানুষের একেবারেই আস্থা নেই বলে মন্তব্য করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ।
তার দাবি, আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশ করে মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে। এ জন্য এ দলের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বেড়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদমাধ্যমে এসব কথা বলেন ফেরদৌস।
নায়ক বলেন, ‘বিএনপি তো প্রতিদিনই হরতাল-অবরোধ দিচ্ছে। বাংলাদেশের মানুষ শান্তি চায়। জ্বালাও, পোড়াওয়ের রাজনীতি, অবরোধের রাজনীতি তারা পছন্দ করে না। ট্রেনে কীভাবে নৃশংসভাবে মানুষ হত্যা করা হলো, তা মানুষ দেখেছে। এসব বাংলাদেশের মানুষ আর চায় না।’
ভোটারদের ভোট কেন্দ্রে আসা নিয়ে ফেরদৌস বলেন, ‘ভোট নিয়ে আমি শতভাগ আশাবাদী। মানুষ বলছে তারা ভোটকেন্দ্রে যাবে। অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ভোট উৎসব হবে।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি বলেন, ‘আমার এই আসনে তিনজন প্রার্থী আছেন। কোনো প্রার্থীকেই ছোট করে দেখা উচিত নয়। আমার প্রতিপক্ষকে শক্তিশালী ভেবেই আমি কাজ করছি। কারণ ভোটকেন্দ্রে গিয়ে কে কাকে ভোট দেবে তা কি আমরা বলতে পারি? মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে।’
এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। বহুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলটির প্রচার-প্রচারণায় সব সময়ই তাকে দেখা গেছে। এবার তিনি ঢাকা-১০ আসনে নৌকার মাঝি।
Leave a Reply