জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা আলাদা মিছিল করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে তারা এসব মিছিল করে।
গণতন্ত্র পুনরুদ্ধার, মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপিসহ বিরোধীদলগুলো এই অবরোধ পালন করছে।
২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর পর দিন সকাল থেকে সন্ধ্যা হরতাল করে বিএনপি। এরপর তিন দিনের লাগাতার অবরোধ দেয় সরকার হটানোর আন্দোলনে থাকা দলটি। এরপর ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন ছিল রবিবার। বিএনপি ঘোষিত এই কর্মসূচি শেষ হবে মঙ্গলবার ভোর ৬টায়।
এদিকে মহানগর দক্ষিণের সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতয়ালী, বংশাল, হাজারীবাগ, মতিঝিল, ওয়ারী, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও, লালবাগ থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে আওয়ামী লীগ ও পুলিশ বিভিন্ন স্থানে হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হন বলেও দাবি করা হয়েছে। এছাড়া পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ করেছেন তারা।
দয়াগঞ্জ কদমরসূল মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, কোতায়ালী এবং ওয়ারী থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি দয়াগঞ্জ হয়ে পোস্তগোলার দিকে অগ্রসর হলে পুলিশ হামলা করে।
এখান থেকে ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসূদ আফসার, ৪৪ নং ওয়ার্ডের সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান প্রদীপ, ৪৫ নং ওয়ার্ডের রবিন সহ কয়েকজনকে আটক করে পুলিশ।
ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের দোলাইপাড়ে অবরোধের সমর্থনে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
নগরীর মিটফোর্ড এলাকায় অবরোধের সমর্থনে লালবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশী হামলার শিকার হয়। এতে আহত হন নগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনসহ কয়েকজন নেতাকর্মী।
যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে এবং শনির আখড়া, ডেমরা এবং মাতুয়াইলে বিভিন্নস্থানে পিকেটিং করে। হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝিগাতলা এবং আজিমপুর এলাকায় মিছিল করে।
ফকিরেরপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। খিলগাঁও চৌরাস্তা, সিপাইবাগ এবং তালতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খিলগাঁও থানা বিএনপি।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানা বিএনপি সুবাস্ত টাওয়ারের সামনে, মিরপুর ১ নম্বর গোল চত্বরের সামনে থানা বিএনপির উদ্যাগে, পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মোহাম্মদপুর বেড়িবাঁধে আদাবর থানা বিএনপি, কাকলীতে বনানী থানা বিএনপি, তুরাগ থানার উদ্যাগে আব্দুল্লাহপুর, রামপুরা থানার উদ্যাগে বনশ্রী এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যাগে গুলশান লিংক রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply