জেএন ২৪ নিউজ ডেস্ক: সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি দেখবো।’
জাতীয় প্রেসক্লাবে এক সভা শেষে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী একথা বলেন।
আগের দিন সোমবার শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে বিশ্বনেতাদের খোলা চিঠির পাল্টা বিবৃতিতে সই করবেন না বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘অধ্যাপক ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে, ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে।’
‘নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’
ডিএজি এমরানের এই বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘তিনি অ্যাটর্নি জেনারেল অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত ডেপুটি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হলে তাকে হয় পদত্যাগ করে বলতে হবে, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হবে। তিনি এমনটা করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’
শৃঙ্খলা ভঙ্গ করলে ডিএজির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমি দেখবো।’
এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং সূত্রে জানা গেছে।
Leave a Reply